সোনারগাঁয়ে দুই ভুয়া পুলিশ আটক। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Wednesday, January 5, 2022

সোনারগাঁয়ে দুই ভুয়া পুলিশ আটক।



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ পরিচয় দিয়ে ঘুষ নিতে এসে দুই ভুয়া পুলিশকে আটক করেছে এলাকাবাসী।জানা যায়,পুলিশ কনষ্টেবল পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা দেয়া রাকিব (২১) নামে এক যুবকের কাছে ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০) নামে দুইজন ভুয়া পুলিশ পরিচয়দানকারিকে আটক করে এলাকাবাসী

গ্রেফতারকৃত রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই বড় ধরনের প্রতারক চক্তের হোতা। তাদের বিরুদ্ধ ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) এসআই ইয়াউর রহমান জানান, গতকাল সোনারগাঁয়ে উত্তর জাইদেরগাঁও গ্রামে পুলিশ পরিচয়ে রাকিব (২১) নামে এক যুবককে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এসময় তাদের সন্দেহ হলে এলাকাবাসীর হাতে আটক হয় রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী নামে দুজন প্রতারক। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করে নিয়ে যায়।

No comments:

Post a Comment