সদ্য সংবাদ ডেস্কঃ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরার অনুমতিক্রমে সোনারগাঁ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আলেয়া আক্তার ও ১নং যুগ্ম আহ্বায়ক বিনু আক্তার ২নং যুগ্ম আহ্বায়ক সুচনা আক্তার সাক্ষরিত সোনারগাঁও পৌরসভা যুব মহিলা লীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেয়।
সোনারগাঁ পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফেরদৌসী রেক্সোনাকে আগামী ৭ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা বলেন, সোনারগাঁ পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনা করে যোগ্য এবং আওয়ামী পরিবারের নারী সদস্যদের নিয়ে এই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসএস/বি
No comments:
Post a Comment