স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা পাষন্ড স্বামী মোঃ রফিক গ্রেফতার - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, February 11, 2022

স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা পাষন্ড স্বামী মোঃ রফিক গ্রেফতার

 


গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ভূইগর এলাকায় যৌতুকের টাকা না পাওয়ায় পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ রুবেল (২৭) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৩, তারিখ-১৯/০১/২০২২ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ১১(ক)। ঘটনার পর আসামী মোঃ রফিক (৩১) ভিকটিমকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। এই ঘটনা স্থানীয় ও জাতীয় সকল গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ এই নৃশংস ঘটনার আসামী মোঃ রফিককে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে এই নৃশংস ঘটনার আসামী মোঃ রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ রফিক ঘটনার সত্যতা স্বীকার করে।

No comments:

Post a Comment