গত ১৭ জানুয়ারি ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুলে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১ম শ্রেণীতে পড়ুয়া ০৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪২, তারিখ-১৯/০১/২০২২ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ)। এই ঘটনা স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
গত ২০ জানুয়ারি ২০২২ তারিখে অত্র মামলার বাদীর নিকট হতে অভিযোগ প্রাপ্তির পর উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী সাবিকুল (২২)’কে গ্রেফতারের জন্য র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-১১ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টাকারী সাবিকুল (২২)’কে গ্রেফতার করা হয়।
No comments:
Post a Comment