গণভবনে আ'লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, May 13, 2022

গণভবনে আ'লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা।



গণভবনে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা। শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে এ সভা শুরু হয়

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে অংশ নিয়েছেন বোর্ডর সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শুক্রবার বিকেল ৪টার পর থেকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে এসে পৌছান। পরে বিকাল ৪টা ৩৫ মিনিটে বেঠক শুরু হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি উপজেলা, ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।

No comments:

Post a Comment