সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল জনাব শেখ বিল্লাল হোসেনের নির্দেশে সোনারগাঁ থানা পুলিশ ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৬ জুন ২০২২) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব শেখ বিল্লাল হোসেনের নির্দেশে ও সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের অভিযানিক একটি দল উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেঘনাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় ৮০ বোতল ফেনসিডিলসহ বন্দর থানার হাজি জামাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল আলম শিমুল (৪৯) কে গ্রেফতার করা হয়। সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন (খ সার্কেল) জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোটর সাইকেল যোগে এক মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আরেক মাদক ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে আমির হামজা (৩৮) পালিয়ে যায়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএস/বি
No comments:
Post a Comment