সোনারগাঁয়ে নির্মাণাধীন ফুট-ওভার ব্রীজের দ্বিমুখী সিড়ির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, January 19, 2023

সোনারগাঁয়ে নির্মাণাধীন ফুট-ওভার ব্রীজের দ্বিমুখী সিড়ির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ।

 

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ফুট ওভারব্রিজকে কেন্দ্র করে মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মোগরাপাড়া চৌরাস্তায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট,সদর আলী বেপারী মাছের আড়ৎ,বাজার কমিটি,এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম সহাসড়কে ফুটওভার ব্রীজে একমূখী সিড়ি দেয়ার প্রতিবাদে শতশত ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। তারা ফুট-ওভার ব্রীজের দ্বিমুখী সিড়ির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।



সড়ক ও জনপথ এর ভুল পরিকল্পনায় এর সুফল নিয়ে সন্দিহান এলাকাবাসীর। ওভারব্রিজটি নির্মানে দ্বিমুখী সিড়ির পরিবর্তে একমুখী করায় জনদূর্ভোগ বাড়ার আশংকা করছে পথচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। একমুখী সিড়ি দেয়ার কারনে মানুষের চলাচলে যেমন ভোগান্তি হবে তেমনি অন্যান্য বাজারের বিপরীতে অপর পাশে বাজারের বেচাকেনায়ও ব্যাঘাত ঘটবে।


এসএস/বি

১৯ জানুয়ারি ২০২৩


No comments:

Post a Comment