নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট্ট পরিসরে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা ভবন চত্বরে অবস্থিত জাতীর জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও যুগ্ন আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নূরে আলম খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাবেক উপজেলা সভাপতি গাজি মুজিবুর রহমান, কেন্দ্রীয় মহিলা নেত্রী নাসরিন সুলতানা ঝরা, লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ আহবায়ক কমিটির সকল সদস্য, আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজি আমজাত হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি আরিফ হহোসেন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু প্রমূখ।
No comments:
Post a Comment