সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ দায়ের - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, August 17, 2021

সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ দায়ের

 



 সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ঈমানেরকান্দি এলাকায় ভূমিদস্যু, নারী কেলেংকারী  ও সন্ত্রাসী মতিনের নেতৃত্বে অসহায় মানুষের জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করার অভিযোগে কয়েকজন সাংবাদিক ওই এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে, মতিনের ভাষ্যমতে জানাজায়, জমি ও বালু ভরাট করতেছেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না ও তার বড় ভাই এসএম জাহাঙ্গীর হোসেন।  আব্দুল মতিন  সাংবাদিকদের সরেজমিনে  পরিদর্শনের কথা বলে খেয়া নৌকায় তুলে পরিকল্পিত ভাবে বালুর জাহাজে চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে দেশের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ( বাসকপ) এর সহ- প্রচার সম্পাদক  মোসলেহ উদ্দিন পানিতে পরে যায়। এসময় তার সাথে থাকা দুটি এন্ড্রয়েড ফোনের  মধ্যে একটি ফোন পকেটে থাকা   POCO X2 ও ২০ হাজার টাকা সহ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পেনড্রাইভ পানিতে পরে যায়। হাতে থাকা অপর একটি ফোন সহ তাহাকে উদ্ধার করা হয় (যা ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে)।এ ঘটনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ( বাসকপ)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় সাংবাদিকরা বালুর জাহাজসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


পরিবশন রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ বলেন, সরকারি সম্পত্তি রক্ষার্থে সরকারের একর দায়িত্ব নয়, নদী রক্ষার্থে আমাদের সকল কে এগিয়ে আসতে হবে, উন্নয়নের নামে যেন নদী দখল ও দূষণ না করা হয় 


এই ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। (অভিযোগ নং- ১৬০৩)।

No comments:

Post a Comment