নিজস্ব সংবাদদাতাঃ
অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া তার উপজেলা পরিষদ কার্যালয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি আবু সিদ্দিক মোল্লা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন অতি শীগ্রহী দলীয় কার্যক্রম চলমান রাখার জন্য আমরা আহ্বায়ক কমিটি করে দিবো।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহী নগর ঈদগাহ্ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা তার স্বাগত বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যের পক্ষ নিয়ে তার সমর্থকরা নাসির উদ্দিনের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫০/৬০ জন তৃনমুল নেতাকর্মী মারাক্তক আহত হন। তৃণমূল কর্মী সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা ছাড়াও সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র থেকে তাকে মনোনয়ন পত্র না দিয়ে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিনকে নৌকা প্রতীক দিলে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে উক্ত আবু বক্কর সিদ্দিক মোল্লা তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকার বিপক্ষের প্রার্থী জাতীয় পার্টির আব্দুর রউফ'র পক্ষে কাজ করে। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে প্রায় তিনশত ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাসির উদ্দিন পরাজিত হয়।
এসএস/বি
২১ফেব্রুয়ারী ২০২৩
No comments:
Post a Comment