সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাট এর সরকারি খাস পুকুরের ১৪ শতাংশ জায়গা বালু ভরাটের মাধ্যমে অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন পাঁচ তলা এই ভবনের প্রতি তলায় আটটি করে দোকান নির্মাণ করা হবে। যা বিক্রি করে সংশ্লিষ্টরা প্রায় দশ কোটি টাকা অবৈধভাবে আয় করবে। লীজকৃত জমি হলেও সরকারের কোষাগারে এক পয়সাও জমা পড়বে না।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি উক্ত বাজারের সরকারি খাস পুকুরের ১৪ শতাংশ জায়গা ভরাট করে বহুতল এই ভবন নির্মাণ করছেন। নজরুল ইসলাম রাজধানীর তেজগাঁও রহমতে আলম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল এবং নারায়ণগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্রের সভাপতি ও সোনারগাঁয়ে হেফাজত মামলার অন্যতম আসামী সানাউল্লাহ নূরীর মেয়ের জামাই। ভবন নির্মাণ পরিচালনার কাজে নিয়োজিত আছেন,নজরুল ইসলামের শেলক ও সানাউল্লাহ নূরীর ছেলে হেফাজত মামলার অপর আসামি আবুবকর। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের মধ্যবর্তী স্থানে বিশাল আকারের সরকারি পরিত্যক্ত পুকুরের দক্ষিণ পাশ দিয়ে পনেরো শতাংশ জায়গায় জবরদখল করে বহুতল ভবন নির্মাণ কাজ করছেন শ্রমিকরা। সাংবাদিকদের দেখে উক্ত কাজের মদত দাতাদের নির্দেশে নির্মাণ শ্রমিকরা স্থান ত্যাগ করেন। সাংবাদিকরা তথ্য সংগ্রহ শেষে চলে গেলে পুনরায় কাজ করতে দেখা যায় তাদের।
বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন বাজারে জায়গা দখল করে ভবন সহ স্থাপনা নির্মাণ কাজের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মোলাকাতের মাধ্যমে অবৈধভাবে নির্মাণকাজ আরও দ্রুত শেষ করা করা হয়েছে। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর আওতায় হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখা অথবা যথাযথ অনুমতি ছাড়া ওই খাস জমির ওপর কোনও অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনকারীর অনধিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের শাস্তির বিধান রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে 'হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা), ২০২৩' বিলটি উপস্থাপন করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি এই আইনের গেজেট ও প্রকাশ হয়। অথচ গেজেট প্রকাশিত এই আইন বাস্তবায়ন ও প্রয়োগের কোন বালাই নেই সোনারগাঁ উপজেলা প্রশাসনের! উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে মেঘনা নদীর তীরে আনন্দবাজারের সরকারি খাস জমি দখলকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেননি তারা। স্থায়ী এই বাজারে প্রতিদিনের বাজার বসা ছাড়াও প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে। এই বাজারে সোনারগাঁ ছাড়াও পার্শ্ববর্তী বন্দর, আড়াইহাজার, কুমিল্লা জেলার মেঘনা, তিতাস, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা দূরদূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। বাজারে প্রায় দুই তিন শতাধিক পাকা-সেমিপাকা ও টিনসেট দোকান রয়েছে। এগুলো ব্যক্তিমালিকানায় গড়ে উঠেছে। আবার কিছু অসাধু ব্যক্তিরা বাজারের সরকারি প্রায় পনেরো শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে পাকা-সেমিপাকা ঘর নির্মাণ করে ওই ঘর অন্যত্র বিক্রয় ও মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলাম বলেন, ইতিপূর্বে ভবন নির্মাণের বিষয়টি জানতে পেরে কাজটি বন্ধ করা হয়েছিল। পুনরায় যদি কাজ শুরু করে তাহলে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/বি
২৮ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment